Ismail Hossain

Song: School
Album: Bishesh Droshtobyo
Band: Arbovirus

Here is the lyrics:

ইশকুল

এই ব্যাস্ত শহরে – অপরিচিত ভিড়ে – হঠাৎ মনে পড়ে যায়
পুরোনো দিন – কত রঙ্গিন – তাকে আটকে রাখি মায়ায়

হয়তো আমরা বহুদূর – ইশকুলের চৌকাঠ পেরিয়ে

এখনও একই মানুষ – এখনও বন্ধু

আয় আয় বন্ধুরা ফিরে আয় – শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয় – সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা প্রান খুলে সবাই মিলে

পেছনে তাকালেই যেন এখনি ডাক দিবি
খাতার মাঝে চোখ ফাঁকি দেয়া কত না কাটাকাটি
অংক বাংলা ভূগোল … ধুর ছাই
কিছু মনে নাই
শুধু মনে আছে খোলা হাসি আর গান এখনও একই মানুষ – এখনও বন্ধু

আয় আয় বন্ধুরা ফিরে আয় – শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয় – সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা পরান খুলে সবাই মিলে

যারা নেই আজ পাশে তোরা থাকবি বেঁচে
সবসময় আমাদেরই পাশে

আয় আয় বন্ধুরা ফিরে আয়

আয় আয় বন্ধুরা ফিরে আয় – শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয় – সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা প্রান খুলে সবাই মিলে

আয় আয় বন্ধুরা ফিরে আয়