Ismail Hossain

Here is the lyrics:

প্রকান্ড উড়োজাহাজগুলো

পাড়ছে ডিম পরম আদরে

বসন্তের নতুন পাতাগুলো

পৃথিবী দেখবে কি করে?

সূর্যটা পুড়ে গেছে

কুয়াশায় ধূলো মেশা

ইউরেনিয়ামের প্রলেপে

মৃত্যুর ভূগোল…

বোমা ফাটবেই বোমার ভেতর

মানচিত্রের ভেতর ক্রোধ

মাংসের ভেতরে মাংস

সবুজ পাতাতে রোধ।

ভূমি ভেসে যায় কালো স্রোতে

পাঁজর থেকে পাঁজরে

উষ্ণতাহীন নির্জনতায়

আঁধারের চাদর গ্রাস করে।

ধেয়ে আসে নগ্ন বৃক্ষটার চিৎকার

পৃথিবী সাজে লাল

রঙে অস্থিরমতি আলোকপতঙ্গ

শিকারে নামে উল্লাসে।