Ismail Hossain

Bornohin tribute this song to our Bangladesh Cricket Team.

Here is the lyrics:

“আমরা করবো জয়”

হুংকার ছেড়ে আজ বাঘের, ব্যার্থতা ঝেড়ে সব আগের।
তলোয়ার বানিয়ে ব্যাটে বলে, কাঁপন ধরিয়ে দাও মাঠে।

আমরাও পারি দাও দেখিয়ে, দাও বিশ্বকে তাক লাগিয়ে।

প্রতিটি হৃদয়ে দাও ছড়িয়ে, ব্যাটে বলের উত্তাপ,
আমরা করবো, করবোই জয়, একদিন ক্রিকেট বিশ্বকাপ ||

লাল সবুজের আশির্বাদে, শপত্‍ তুলেছি কাঁধে,
বিজয় ছাড়া আর কিছু নাই ভাবনার, ষোল কোটি প্রাণ

আত্ববিশ্বাস দৃঢ় মনোবল, শিরোপা যুদ্ধের সম্ভল

প্রতিটি হৃদয়ে দাও ছড়িয়ে, ব্যাটে বলের উত্তাপ,
আমরা করবো, করবোই জয়, একদিন ক্রিকেট বিশ্বকাপ ||